Warning: file(./qtkenbkwmm.txt): failed to open stream: No such file or directory in /home/simecfoundation/public_html/demo.simecfoundation.org/wp-content/plugins/HelloDollyV2/hello_dolly_v2.php on line 41

Notice: Trying to access array offset on value of type bool in /home/simecfoundation/public_html/demo.simecfoundation.org/wp-content/plugins/HelloDollyV2/hello_dolly_v2.php on line 42

Notice: Trying to access array offset on value of type bool in /home/simecfoundation/public_html/demo.simecfoundation.org/wp-content/plugins/HelloDollyV2/hello_dolly_v2.php on line 42
SIMEC Foundation | জনসচেতনতামূলক কর্মসূচি

জনসচেতনতামূলক কর্মসূচি

সামাজিক জ্ঞান অর্জন খুবই প্রয়োজনীয় একটি বিষয়। সামাজিক জীব হিসেবে সমাজবদ্ধ হয়ে সুস্থ দেহে এবং সুস্থ মনে সুন্দরভাবে মিলেমিশে বসবাসের জন্যে সবচেয়ে প্রয়োজন সামাজিক শিক্ষায় শিক্ষিত হওয়া। সবাইকে নিজের মানবাধিকার সম্মন্ধে সচেতন হতে হবে, তেমনি নিজের অধিকারের গন্ডি যেন অন্যের অধিকারের সীমানা ছাড়িয়ে না যায় সে বিষয়ে সতর্ক থাকাও জরুরী।

তাই সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মানুষকে সামাজিক জ্ঞান প্রদানের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রোগ্রামের নানাবিধ কর্মসূচী হাতে নিয়েছে সিমেক ফাউন্ডেশন। কর্মসূচীর অংশ হিসাবে প্রতিষ্ঠানের নিজস্ব প্রকাশনা “সাপ্তাহিক সিমেক” সমাজের সকল স্তরের মানুষের মাঝে বিনামূল্যে নিয়মিতভাবে বিতরণ করা হচ্ছে।

সামাজিক শিক্ষায় জাতিকে শিক্ষিত করার জন্যে বাংলাদেশের শিক্ষা কারিকুলামে তেমন কিছু বিষয় আজও সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে নিয়মিত জাতীয় দিবস উদযাপন, র‌্যালি, আলোচনা অনুষ্ঠান, সভা—সেমিনার, প্রশিক্ষণ প্রোগ্রাম, কাউন্সেলিং, পাবলিক মোটিভেশন প্রোগ্রাম এবং শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সামাজিক এই আন্দোলনকে আমরা সবাই মিলে বেগবান করছি।

——– নারীর ক্ষমতায়নে সিমেক পল্লী ——–

নারীর ক্ষমতায়ন এমন একটি দীর্ঘ প্রক্রিয়া যেটি বিভিন্ন আর্থসামাজিক কৌশলকে কাজে লাগিয়ে নারীদের জীবন ধারনের প্রতিটি ক্ষেত্রে পরিবার ও সমাজের প্রতি তাদের অসামান্য এবং কার্যকর ভূমিকাকে মর্যাদা দেয়। সিমেক ফাউন্ডেশন সাহিয়া মজিদ বৃত্তি প্রকল্পের আওতায় গরীব এবং মেধাবী ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে তাদের পড়াশোনা থেকে ঝড়ে পড়া থেকে রক্ষা করছে। যাতে তারা শিক্ষা অর্জন করে প্রয়োজনীয় বিষয়ে সচেতন হতে পারে এবং বাল্যবিয়ে না করে জীবনকে সহজ এবং মর্যাদাপূর্ণ করে গড়ে তোলার সুযোগ পায়। নারীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনা এবং স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে ‘শোনিম শাহিন কমিউনিটি ক্লিনিক’।

নারী ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করাই এর মূল লক্ষ্য, বিশেষ করে মাসিক এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক সচেতনতা গড়ে তুলবে। সম্প্রতি এই ক্লিনিকে ধাত্রী প্রশিক্ষন এবং কেয়ার গিভিং নিয়ে কাজ করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে যা নারীদের ব্যক্তিগত দায়িত্ব পালনে, সন্তান জন্মদানে এবং কর্মসংস্থান উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। এখানকার নারীদের বর্তমান দক্ষতা এবং প্রয়োজনীয়তা বুঝে তাদের টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য সিমেক ফাউন্ডেশন “SIMEC Polli for Women Empowerment” নামে একটি প্রকল্প শুরু করেছে যা নারী উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখতে সাহায্য করবে। নারীর ক্ষমতায়নে সিমেক পল্লী শীর্ষক এই প্রকল্পের অধীনে সেল্ফ হেল্প গ্রুপ গঠনের মাধ্যমে গ্রামীণ নারীদের পর্যটন সংশ্লিষ্ট কার্যক্রমে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে।

——– সাপ্তাহিক সিমেক ——–

জনসচেতনতামূলক কর্মসূচি হিসেবে “সাপ্তাহিক সিমেক” অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে। সমাজ ও দেশের প্রতি দায়িত্ব হিসেবে উন্নয়নমূলক সব খবর ছাপিয়ে যাচ্ছে । এছাড়াও জনস্বার্থে বিনামূল্যে এই পত্রিকাটি মাসে নিয়মিত মানুষের দোর গোড়ায় পৌছে যাচ্ছে৷ “সাপ্তাহিক সিমেকের” অন্যতম বিশেষ দিক হচ্ছে নেতিবাচক নয় বরং ইতিবাচক সংবাদ, সুসংবাদ, সাফল্য এবং উন্নয়নের সব খবর দিয়ে সাজানো এর প্রতিটি পাতা। এতে আছে দেশের অগ্রগতি, উন্নতি ও সাফল্যের সব বার্তা । যা দেশের মানুষকে সহজেই আনন্দ দিতে পারে৷ হতাশা থেকে বেরিয়ে কিছু করার নতুন উদ্যমে নিয়ে এগিয়ে যেতে পারে।

তাছাড়াও এই পত্রিকায় দেশ-বিদেশের নানা অজানা তথ্য ছাড়াও রয়েছে সম্পাদকীয় পর্ব। যেখানে বর্তমান সময়ের বাস্তবতার প্রতিচ্ছবি অতি সাধারণ ভাবে ফুটে উঠলেও এর মর্মার্থ অসাধারণ ৷ হয়ত এ কারণেই “সাপ্তাহিক সিমেকের” নিয়মিত পাঠককুল এই সম্পাদকীয় লেখাটির প্রতি অনুরক্ত। সমাজ পরিবর্তনে সামাজিক শিক্ষার ভূমিকা নিয়েই সিমেক ফাউন্ডেশনের পথ চলা ৷ সাপ্তাহিক সিমেকের মাধ্যমে সামাজিক শিক্ষাকে সমাজে প্রতিষ্ঠা করাই পত্রিকাটির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য ।

——– পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ——–

সিমেক ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচির অন্যতম একটি হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ৷ এই অভিযানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট কোন জনপদের জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সচেতন করা, পরিচ্ছন্নতায় নিজেদের অংশগ্রহণে অভ্যস্থ করে তোলা যেন একদিন তারা নিজেরাই নিজেদের বাড়িঘর, আঙ্গিনা, তথা জনপদকে সব সময় পরিচ্ছন্ন রাখতে পারে। গড়ে তুলতে পারে একটি ছিমছাম পরিপাটি গ্রামীণ নগরী । সচেতন করার মূল লক্ষ্য হলো জনগণের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক চেতনাবোধ তৈরী করা। আমরা প্রায়শই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিছন্ন করে তুলি ৷ তাই আসুন সবাই মিলে পরিচ্ছন্ন থাকি, সমাজকে পরিচ্ছন্ন রাখি । আর গড়ে তুলি একটি চমৎকার পরিষ্কার-পরিচ্ছন্ন জনপদ ।

——– খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি ——–

প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, কিংবা বৈশ্বিক নানাবিধ অর্থনৈতিক সমস্যার কারণে সমসাময়িক বছরগুলোতে অর্থনৈতিকভাবে বাংলাদেশ কঠিন চাপের মুখে পড়ে৷ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বেড়ে যায় কিংবা দেখা দেয় অতীব প্রয়োজনীয় পণ্যের ঘাটতি ৷ এ সবের সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষেরা।

দেশের এমনিতর ক্রান্তিকালে সমস্যাসংকুল মানুষের পাশে দাঁড়ায় সিমেক ফাউন্ডেশন । পাশে দাঁড়ায় নগদ অর্থ নিয়ে ৷ রান্না করা খাবার নিয়ে কিংবা খাদ্যসামগ্রী নিয়ে।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে থাকে মধ্যবিত্ত থেকে নিম্নআয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌছে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করে আমাদের সিমেক ফাউন্ডেশন, এতে সমাজের মানুষের মধ্যকার ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয়। সমাজের ধনী-দরিদ্র শ্রেণির মধ্যকার পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। সুবিধা বঞ্চিত জনগণের পাশে দাঁড়িয়ে একটি আদর্শ জাতি হিসেবে নিজেদের মানবিক চিন্তা চেতনার বিকাশ সাধনে সিমেক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে দীর্ঘ সময় ধরে।

——– শীতবন্ত্র বিতরণ কর্মসূচি ——–

শীতকালে স্বল্প আয়ের মানুষের শীতবস্ত্র স্বল্পতা একটি জাতীয় সমস্যা । শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও অনেক মানুষ শীতের দিনে শীত বস্ত্রের অভাবে যথেষ্ট কষ্ট করে। শীত নিবারণের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র না থাকলেও নতুন শীত বস্ত্র কেনার সামর্থ অনেকেরই থাকেনা।

ফলত, শীতের মাত্রা তথা শৈত্যপ্রবাহ একটু বেড়ে গেলেই হিমশীতল পরিবেশে মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়ায় । বেড়ে যায় জনদুর্ভোগ ৷ এমনি পরিস্থিতিতে সিমেক ফাউন্ডেশন এ সকল অসমর্থ, দরিদ্র ও নিমনআয়ের মানুষের সমস্যার কথা চিন্তা করে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এ সকল কর্মসূচির মাধ্যমে সমাজের হতদরিদ্র শীতার্ত মানুষেরা উপকৃত হচ্ছে ৷ সিমেক ফাউন্ডেশনের এই উদ্যোগটি সমাজের সচেতন মানুষের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এ থেকে শিক্ষা নিয়ে সচেতন সমাজ সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে ৷



Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/simecfoundation/public_html/demo.simecfoundation.org/wp-includes/functions.php on line 5221